বাংলাদেশের হসপিটালিটি সেক্টরের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে খ্যাতনামা ওয়ার্ল্ড লাক্সারি অ্যাওয়ার্ডসে একাধিক মর্যাদাপূর্ণ খেতাব জিতেছে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা। হোটেলটি তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে। সেগুলো হলো—‘সাউথ-ইস্ট এশিয়ার সেরা লাক্সারি বিজনেস সিটি হোটেল,’ ‘সাউথ-ইস্ট এশিয়ার সেরা লাক্সারি সিটি হোটেল’ এবং ‘বাংলাদেশের সেরা লাক্সারি হোটেল’।
এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের মধ্যে ব্যতিক্রমী সেবা ও বিশ্বমানের বিলাসিতা প্রদানের জন্য হোটেলটির অবিচল অঙ্গীকারের একটি শক্তিশালী প্রমাণ। সিঙ্গাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকাকে বিশেষভাবে উচ্চমানের লাক্সারি হসপিটালিটির মাপকাঠি নির্ধারণ এবং উচ্চ পর্যায়ের অতিথি সন্তুষ্টি অর্জনের জন্য প্রশংসা করা হয়েছে। এই সাফল্য বিলাসবহুল আরামের পাশাপাশি খাঁটি উচ্চ-মানের সেবার প্রতি হোটেলটির নিবেদনের প্রতিফলন ঘটায়, যা এই অঞ্চলে প্রিমিয়াম আবাসনের নতুন একটি মানদণ্ড স্থাপন করেছে।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক খালেদ উর রহমান পুরো প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। তিনি উল্লেখ করেন যে, এ মুহূর্তটি কেবল হোটেলের উচ্চ মানকেই স্বীকৃতি দেয়নি, বরং প্রতিটি কর্মসদস্যের গভীর নিষ্ঠাকেও সম্মানিত করেছে।
‘ওয়ার্ল্ড লাক্সারি অ্যাওয়ার্ডস দ্বারা সম্মানিত হয়ে আমরা গভীরভাবে আনন্দিত এবং গর্বিত,’ বলেন রহমান। তিনি আরও বলেন, ‘এই অর্জন কেবল একটি ট্রফির বেশি; এটি আমাদের সম্পূর্ণ দলের সম্মিলিত আবেগ ও কঠোর পরিশ্রমের সত্যতা। এটি আমাদের প্রিয় অতিথিদের অমূল্য সমর্থন ও আস্থাকেও প্রতিফলিত করে। আমরা সর্বদাই সেবার মান অতিক্রম করতে এবং গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকার অতিথির জন্য বিলাসবহুল আতিথেয়তার সর্বোচ্চ শিখর নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বনানীর প্রাণকেন্দ্রে অবস্থিত আন্তর্জাতিক মানের কক্ষ, গোল্ডেন ডাইনের মতো প্রিমিয়াম ডাইনিং বিকল্প এবং আধুনিক সকল সুযোগ-সুবিধাসহ হোটেলটির পরিশীলিত অফার এই সাফল্যের ভিত্তি। গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা আন্তর্জাতিক ও দেশীয় উভয় ধরনের ভ্রমণকারীর জন্য বিলাসবহুলতার একটি আলোকবর্তিকা হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় করে চলেছে।
গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা সম্পর্কে:
বনানীতে অবস্থিত গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা তার মার্জিত আবাসন, উৎকৃষ্ট ডাইনিং বিকল্প এবং সামগ্রিক আধুনিক সুবিধার জন্য একটি শীর্ষস্থানীয় লাক্সারি হোটেল হিসেবে পরিচিত। ব্যবসায়িক ও ভ্রমণকারী উভয়ের জন্যই এটি একটি অতুলনীয় অভিজ্ঞতা প্রদানে নিবেদিত।

2 hours ago
5









English (US) ·