গোসলের সময় কোথায় পানি ঢালবেন আগে

3 hours ago 3

সঠিকভাবে গোসল করা শেখায় আপনাকে পানি বাঁচাতে, বিদ্যুৎ খরচ কমাতে এবং ত্বক অতিরিক্ত শুষ্ক হওয়া থেকে নিজেকে রক্ষা করতে। চর্মরোগ বিশেষজ্ঞরা স্বাস্থ্যকর ত্বক ও চুলের জন্য হালকা গরম বা গরম পানির ব্যবহার করার পরামর্শ দেন।

আপনি হয়তো প্রি-টিন বয়স থেকে শাওয়ার নিচ্ছেন। কিন্তু কখন শেষবার ভাবেছেন, আপনি কি ঠিকভাবে শাওয়ার নিচ্ছেন? গরম শাওয়ারে ঢুকে ময়লা, তেল ও ঘাম ধুয়ে ফেলা সহজ মনে হলেও, শাওয়ার আরও কার্যকর করার কিছু কৌশল আছে।

আরও পড়ুন : ছবিতে কতগুলো সংখ্যা লুকিয়ে আছে? ৯৯% মানুষই ভুল করেন উত্তর দিতে

আরও পড়ুন : ধরন অনুযায়ী টাইলস পরিষ্কারের সহজ ও কার্যকর টিপস

ভালো পরিচ্ছন্নতা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নিয়মিত এবং সঠিক শাওয়ার বা গোসলের রুটিন তৈরি করা জরুরি।

চলুন আজ জেনে নিই কীভাবে আপনার গোসলের সময় সর্বোত্তমভাবে ব্যবহার করা যায়।

কিভাবে শাওয়ার নিতে হবে

অনেকে মনে করেন, প্রতিদিন শাওয়ার নেওয়া বাধ্যতামূলক। কিন্তু আসলে সেটা দরকার নেই। বিশেষ করে শীতকালে, যখন বাতাস শুষ্ক এবং আমরা খুব বেশি ঘামি না, তখন সপ্তাহে কয়েকবার শাওয়ার নেওয়াই যথেষ্ট।

তবে, কেউ কেউ প্রতিদিন শাওয়ার নেওয়া মানসিকভাবে পরিষ্কার ও আরামদায়ক বোধের জন্য করে। যে কোনো অবস্থাতেই, পুরো দেহ পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। 

করণীয় ধাপগুলো

- পানির তাপমাত্রা ঠিক করুন। শাওয়ার অত্যন্ত গরম হওয়ার দরকার নেই। বিশেষজ্ঞরা হালকা গরম বা লুকওয়ার্ম পানিতে শাওয়ার নেওয়ার পরামর্শ দেন।

- দেহ ভিজিয়ে নিন। শাওয়ার নেওয়ার সময় মাথায় পানি দেওয়ার আগে ত্বক ভিজিয়ে নিন। 

- সাবান ব্যবহার করুন। লুফা, ধোয়ার কাপড় বা হাত ব্যবহার করে সাবান বা বডিওয়াশ দিয়ে গলা থেকে শুরু করে দেহের শেষ প্রান্ত পর্যন্ত ধুয়ে নিন। পা এবং আঙুলের মাঝের অংশও পরিষ্কার করতে ভুলবেন না।

- সাবান ধুয়ে ফেলুন। অতিরিক্ত সাবান ত্বক শুষ্ক করে দিতে পারে।

চুল ধোয়া

- সামান্য শ্যাম্পু হাতে নিয়ে মাথায় লেগিয়ে স্ক্যাল্প এবং ঘাড়ের পেছন দিকে মসাজ করুন। চুলের প্রান্তে সরাসরি শ্যাম্পু লাগানো দরকার নেই।

- কন্ডিশনার ব্যবহার করুন। হাতে কন্ডিশনার নিয়ে চুলে মসাজ করুন, বিশেষ করে প্রান্তে।

- চুল ও দেহ ঠান্ডা বা হালকা গরম পানিতে ধুয়ে নিন। এটি কন্ডিশনার চুলে ধরে রাখতে সাহায্য করবে এবং দেহকে সতেজ করবে।

- ময়েশ্চারাইজার ব্যবহার করুন। শাওয়ার শেষে হালকা তোয়ালে দিয়ে শুকিয়ে ময়েশ্চারাইজার লাগান।

যা করা উচিত নয়

- অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না।

- অতিরিক্ত স্ক্রাব করবেন না।

- মুখ ধোয়া এড়াবেন না। মুখের জন্য আলাদা প্রোডাক্ট ব্যবহার করুন।

- লুফা বদলাতে ভুলবেন না। এগুলো পরিষ্কার না রাখলে ব্যাকটেরিয়া বেড়ে যায়।

শাওয়ার কতক্ষণ নেওয়া উচিত : মোটামুটি ৫-১০ মিনিট যথেষ্ট।

দিনে দুইবার শাওয়ার নেওয়া কি উচিত : সাধারণভাবে না। অতিরিক্ত শাওয়ার ত্বক শুষ্ক করতে পারে। তবে যদি আপনি দিনে একাধিকবার ব্যায়াম করেন বা বাইরে দীর্ঘ সময় থাকেন, তাহলে দিনে দুইবার শাওয়ার প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন : সন্তান কি অবাধ্য, রাগে হাত না তুলে করুন এই ৪ কাজ

আরও পড়ুন : যমজ সন্তান হওয়ার সম্ভাবনা কাদের বেশি, জানুন ডাক্তারদের পরামর্শ

গোসল করা জটিল নয়। নিজের ত্বকের ধরন অনুযায়ী সঠিক পদ্ধতি এবং প্রোডাক্ট ব্যবহার করুন, যাতে শাওয়ার শেষে ত্বক হয় স্বাস্থ্যবান ও উজ্জ্বল।

সূত্র: হেলথলাইন

Read Entire Article