চট্টগ্রাম অঞ্চলের সব শাখা ও বিভাগের কর্মকর্তাদের নিয়ে সভার আয়োজন করেছে। শনিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম বোট ক্লাবে ‘চট্টগ্রাম টাউনহল সভা ২০২৫’ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন– ব্যাংকের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মামুনুল হক, মোহাম্মদ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, মো. আলি আকতার রিজভী এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. ছাদেকুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদ, চট্টগ্রাম করপোরেট অ্যান্ড রিজিওনাল হেড সঞ্জয় কুমার সাহা এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সজীব কুমার সাহা ।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা এবং পরিচালকরা ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা, কৌশলগত দিকনির্দেশনা এবং কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও মুক্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও ব্যক্তি সফলতার স্বীকৃতি প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে মেঘনা ব্যাংক পুনরায় তার ঐক্য, আস্থা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার তুলে ধরেছে। এটি ব্যাংকের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

4 hours ago
5









English (US) ·