গোয়ালঘরে আগুন, কৃষক অগ্নিদগ্ধ

12 hours ago 8

পাবনার চাটমোহরে মাঝরাতে আগুনে পুড়ছিল গোয়ালঘর। গোয়ালে বাঁধা ছিল প্রিয় মহিষ জোড়া। দুটি মহিষ ও ছাগলকে আগুনের উত্তাপে ছটফট করতে দেখে জীবনের ঝুঁকি নিয়ে গোয়ালে প্রবেশ করেন কৃষক মাসুদ সরকার। কোনো রকমে কেটে দেন দগ্ধ মহিষের গলার রশি। দগ্ধ হন মাসুদ সরকারও। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মাঝরাতে উপজেলার রামনগর গ্রামে ঘটে এ ঘটনা। 

মাসুদ সরকার জানান, প্রতিদিনের মতো মশার কয়েল জ্বালিয়ে দিয়ে মহিষ ও ছাগল বেঁধে ঘুমিয়ে পড়েন তারা। রাত সাড়ে ১১টার দিকে তার মায়ের চিৎকারে ঘুম ভেঙে যায় বাড়ির সবার। উঠে দেখেন গোয়ালঘরে আগুন জ্বলছে। আগুন পড়ছে মহিষ ও ছাগলের শরীরে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন তিনি। 

তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় তিন লাখ টাকা দামের দগ্ধ মহিষ দুটি বেঁচে থাকলেও মারা গেছে ছাগলটি। 

খবর পেয়ে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মূসা নাসের চৌধুরী মাসুদ সরকারের বাড়িতে যান। এ সময় তিনি মহিষ ও মাসুদ সরকারের চিকিৎসার জন্য দশ হাজার টাকা ও কিছু খাদ্যসামগ্রী প্রদান করেন।

Read Entire Article