আজকাল কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নতুন কোনো সিনেমা-সিরিজে তার কাজের খবর নেই। তবে আসছে ঈদের জন্য একটি কাজ করেছেন তিনি। সেটি ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে প্রচার হবে। তার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকেও।
এটি হলো ফরিদুর রেজা সাগরের লেখা গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক। ‘মিশন মুন্সিগঞ্জ’ গল্প থেকে ধারাবাহিকটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এবারের ছোটকাকু সিরিজের নাম দেয়া হয়েছে ‘চ্যাপ্টার টু’। এতে চঞ্চল-ভাবনা ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আফজাল হোসেন প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে প্রথম পর্ব। ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন ৬টা ১০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।
গল্পে দেখা যাবে, দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের সংবাদে বিচলিত হন ছোটকাকু। ঢাকায় খুন হলেন উকিল, দ্বিতীয় খুন লালমনিরহাটে, একজন চিকিৎসক, তৃতীয় খুনটা হল ফেনীতে। একজন রাজনীতিবিদ। মজার ব্যাপার হলো- তিনজনই এক সময় মুন্সিগঞ্জে ছিলেন।
এসব খুনের রহস্য উদঘাটনে ছোটকাকু ছুটে যান মুন্সিগঞ্জে। কাহিনি জট পাকিয়ে যায়। সেই জট খুলতেই ছোটকাকুর মিশন মুন্সিগঞ্জ।
এলআইএ/এএসএম