গৌরনদীতে প্রতিবন্ধীরা পেল হুইল চেয়ার

2 months ago 39
আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ‍ডিসেম্বর) সকালে কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে কারিতাস গৌরনদী কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কারিতাস হলরুমে প্রবীণ প্রতিবন্ধী ইউনিয়ন হিতৈষী ফোরামের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কালিয়া দমন গুহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার জেরম রিঙ্কু গোমেজ। বিশেষ অতিথি ছিলেন- বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেস ক্লাব ও উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাসের মাঠ কর্মকর্তা পল রায় ও সুনীল মল্লিক। শেষে পাঁচজন প্রতিবন্ধীর মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
Read Entire Article