গৌরী খানের পরামর্শেই বদলে যায় অমৃতার ভাগ্য
বলিউডের পর্দার পেছনে লুকিয়ে থাকে অনেক অজানা অধ্যায়ের গল্প। এমনই এক চমকপ্রদ তথ্য উন্মোচন করলেন ‘ম্যায় হুঁ না’–র পরিচালক ফারাহ খান। শাহরুখ খানের বিপরীতে যে চরিত্রে দর্শক অমৃতা রাওকে ভালোবেসেছিলেন, সেখানে প্রথম পছন্দ কিন্তু তিনি ছিলেন না! বরং সেই চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছিলেন আয়েশা টাকিয়া—কিন্তু শুটিং শুরুর মাত্র দুই সপ্তাহ আগে হঠাৎই সিনেমাটি থেকে সরে যান তিনি।
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হুঁ না’ শুধু শাহরুখ খানের ক্যারিয়ারের নয়, বরং কোরিওগ্রাফার থেকে পরিচালক হিসেবে ফারাহ খানের জীবনেরও টার্নিং পয়েন্ট ছিল। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার।
সম্প্রতি নিজের এক ভ্লগে অমৃতা রাওয়ের বাড়িতে গিয়ে সেই সময়ের স্মৃতিচারণা করেন ফারাহ। তিনি বলেন, 'শুটিং শুরু হওয়ার দুই সপ্তাহ বাকি, দার্জিলিংয়ের লোকেশন বুক করা, পোশাক প্রস্তুত—সব ঠিকঠাক। ঠিক তখনই জানতে পারি, আয়েশা টাকিয়া আর ছবিটিতে কাজ করবেন না।'
ফারাহ জানান, আয়েশা তখন ইমতিয়াজ আলির এক ছবির কাজে ব্যস্ত ছিলেন। ফোনে কথা বলার সময় আয়েশা জানিয়ে দেন, শিডিউল জটিলতার কারণে ‘ম্যায় হুঁ না’-তে কাজ করা সম্ভব নয়।
পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন শাহরুখ খানের স্ত্রী ও ছবির সহপ্রযোজক গৌরী খান। তিনি ফারাহকে পরামর্শ দেন অমৃতা রাওয়ের সঙ্গে দেখা করতে। প্রথমে সন্দিহান থাকলেও অমৃতার অডিশনেই বদলে যায় ফারাহর মত।
ফারাহ বলেন, 'ও সাধারণ পোশাকে এসেছিল, মনে হয়নি চরিত্রের সঙ্গে মানাবে। কিন্তু যখন ক্যামেরার সামনে কান্নার দৃশ্যটা করল—একেবারে বদলে গেল পরিবেশ! ওর চোখে সেই তীব্রতা ছিল যা আমি খুঁজছিলাম।'
অবশেষে ‘ম্যায় হুঁ না’-তে সেই চরিত্রে অভিনয় করেন অমৃতা রাও, এবং ছবিটি মুক্তির পর তার অভিনয় প্রশংসিত হয় দর্শক-সমালোচকের কাছে। অন্যদিকে, পরিচালক হিসেবে ফারাহ খানও পান বলিউডে নিজের স্থায়ী আসন।

2 hours ago
4








English (US) ·