গ্যাস লাইনের লিকেজের আগুনে প্রাণে গেলো মায়ের, দগ্ধ দুই সন্তান

1 month ago 10

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের পাইপ লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় তার দুই সন্তান দগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাত ১১টায় মাধবদী নুরালাপুর ইউনিয়নের আলগী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকলিমা বেগম (৩০) এম আর এমরানের স্ত্রী। তিনি স্থানীয় একটি টেক্সটাইল মিলে কাজ করতেন। আর দগ্ধরা হলো সিয়াম (১২) ও সামিয়া (১৪)।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে আকলিমা রাতের খাবার গরম করার জন্য দিয়াশলাই দিয়ে চুলা জ্বালানোর চেষ্টা করেন। এসময় সঙ্গে সঙ্গে ঘরে আগুন লেগে যায়। এতে আকলিমা ও তার দুই সন্তান দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় আকলিমার।

এ বিষয়ে কথা বলতে নরসিংদী তিতাস গ্যাসের ব্যবস্থাপক মাকসুদুর রহমানের মোবাইলে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, অগ্নিদগ্ধে নিহত আকলিমার মরদেহ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সঞ্জিত সাহা/জেডএইচ/এএসএম

Read Entire Article