গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, কলেজছাত্রী দগ্ধ

2 months ago 6
গাজীপুরের বোর্ড বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মুক্তা আক্তার নামের এক কলেজছাত্রী দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার (২ জুলাই) ভোরে বোর্ড বাজারের কলমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুক্তা আক্তার (১৮) গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকার নান্টু মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। গাজীপুরের ভোগড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান বলেন, বোর্ড বাজারের কলমেশ্বর এলাকার ৭ তলা ভবনে গ্যাসের পাইপ লিকেজ হয়ে গ্যাস বের হয়। ভবনের দরজা-জানালা বন্ধ থাকায় নির্গত গ্যাস বের হতে পারেনি। ভোরে মুক্তা আক্তার চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরের দরজা-জানালা উড়ে যায় এবং ঘটনাস্থলে মুক্তা আক্তার গুরুতর আহত হন।  তিনি আরও বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Read Entire Article