মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রত্যন্ত চা বাগানঘেরা পানিশাইল গ্রামে জমি দখল করে টর্চারসেল নির্মাণকারী যুবলীগ নেতা আব্দুর রকিব মন্টুর বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার আখড়ারবাজারে শতাধিক মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পানিশাইল গ্রামে জানালাবিহীন সাতটি রহস্যজনক ঘর নির্মাণ করেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। এ বিষয়ে প্রতিবেদন করে জাগো নিউজ। এরপরই আলোচনায় আসে টর্চারসেলগুলো।
স্থানীয়দের বরাতে প্রতিবেদনে বলা হয়, দিনের বেলায় কখনো এসব ঘর খুলতে দেখেননি তারা। তবে গভীর রাতে আব্দুর রকিব মন্টু লোকজন নিয়ে কালো রঙের গাড়িতে করে এখানে আসতেন, আবার ভোরের দিকে বেরিয়ে যেতেন। তাকে স্থানীয়রা এতটাই ভয় পেতেন যে প্রাচীরের ভেতরে যাওয়ার সাহস করতেন না।
মানববন্ধনে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন তজমুল আলী, জামাল মিয়া, আবুল কালাম, মইনুল ইসলাম নানু, নজর আলী, কুতুব মিয়া, আজিজুর রহমান প্রান্ত, নুরুল ইসলাম কলা মিয়া প্রমুখ।
শেখ হাসিনার দেশত্যাগের পর পলাতক যুবলীগ নেতা মন্টুকে দেশে এনে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
ওমর ফারুক নাঈম/এসআর/জিকেএস