গ্রামের বাড়ি ও অতিথি পাখি
আমরের পরীক্ষা শেষ। এবার গ্রামের বাড়ি বেড়াতে যাবে। সেখানে তার দাদা নানার বাড়ি। উত্তরবঙ্গের দিনাজপুর। তবে শহরের মধ্যে দাদা এবং নানার বাড়ি। এখন উত্তরবঙ্গে প্রচুর শীত। ঢাকার চেয়েও অনেক গুণ বেশি। কুয়াশায় মাঠ-ঘাট ও রাস্তায় কোনো কিছু দেখা যায় না। দুপুর বারোটার আগে সূর্যের মুখ দেখাই যায় না। মনে হয় শীতে কুশায়ার ভয়ে কাঁথা কম্বল মুড়ি দিয়ে সূর্য মামা ঘুমিয়ে থাকে মায়ের কোলে। আমর মাকে বলে মা আমার শীতের কাপড় নিতে হবে কিন্তু। সঙ্গে আমার খেলার ফুটবল এবং ক্রিকেটের ব্যাট বলও নিতে হবে। তুমি আমার ব্যাগ গুছিয়ে দিও। যদি না পার তাহলে আমি নিজেই ব্যাগ গুছাব। আমরের দুই বোন। তারা বড় ক্লাসে পড়ে। একজন কলেজে অন্যজন ভিকারুননিসা