গ্রিসে সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া (৩১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির মানলোদা-পাতরা সড়কে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যান জুয়েল।
৪ নভেম্বর দুর্ঘটনাটি হলেও চেহারা বিকৃত হওয়ায় শনাক্ত করতে সক্ষম হয়নি কর্তৃপক্ষ। দুর্ঘটনায় নিহতের মরদেহ পড়ে আছে পাতরা হাসপাতালের মর্গে। তবে ১৩ নভেম্বর মরদেহটি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
নিহত জুয়েল মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আলগী গ্রামের সুরুজ মিয়া ছেলে। নিহত জুয়েলের দুই কন্যা সন্তান রয়েছে। তিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ গ্রিসে বসবাস করছেন।
জানা যায়, ঘটনার দিন গ্রিসের গ্রামীণ অঞ্চল মানলোদা-পাতরা সড়কে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই মারা যান চালক জুয়েল মিয়া।
এ বিষয়ে এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল জানান, দুর্ঘটনায় জুয়েল মিয়ার চেহারা বিকৃত হওয়ায় শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকেও মরদেহ পাঠাতে আবেদন করা হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষ হলে যত দ্রুত সম্ভব মরদেহ বাংলাদেশ পাঠানো হবে।
এ বিষয়ে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম বলেন, ‘নিহতের মরদেহে দেশে পাঠাতে আমরা কমিউনিটির পক্ষ থেকে এনওসি ও আবেদনপত্র পাঠিয়েছি। দুর্ঘটনায় নিহতের চেহারা বিকৃত হওয়ায় শনাক্ত করতে সময় লেগেছে কর্তৃপক্ষের। আশা করছি আইনি প্রক্রিয়া শেষ হলে খুব দ্রুত মরদেহটি দেশে যাবে।’
এমআরএম/জিকেএস