গ্রেটা থুনবার্গের আলোচিত বই

3 months ago 7

 

ধেয়ে আসা এক মহাবিপর্যয় থেকে আমাদের এই সুন্দর পৃথিবীকে রক্ষা করতে চান গ্রেটা থুনবার্গ। সেই মহাবিপর্যয় হচ্ছে অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তন। বিশ্ববাসীকে এ ব্যাপারে সতর্ক করতে গ্রেটার অভিনব ও শান্তিপূর্ণ এ আন্দোলনে তার সাথে যুক্ত হয়েছিল পৃথিবীর লাখ লাখ শিশু-কিশোর ও শিক্ষার্থী। বিশ্ব নেতৃবৃন্দও নড়েচড়ে বসেছিলেন।

গ্রেটা থুনবার্গ ২০০৩ সালে সুইডেনে জন্মগ্রহণ করেন। ২০১৮ সালের আগস্টে একদিন তিনি স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন। জলবায়ুর পরিবর্তন বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য সুইডিশ পার্লামেন্টের বাইরে ধর্মঘট শুরু করলেন। তার এ পদক্ষেপ জলবায়ু সংকটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বব্যাপী আন্দোলনের সূচনা করেন। লাখ লাখ শিক্ষার্থীকে আমাদের গ্রহের জন্য ধর্মঘটে যেতে উৎসাহ জোগায়। এ জন্য তিনি সম্মানজনক প্রিন্স লিবার্টি অর্জনের পাশাপাশি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।

‘নো ওয়ান ইজ টু স্মল টু মেইক এ ডিফরেন্স’ হলো গ্রেটা থুনবার্গের প্রথম ইংরেজি বই। যা বিশ্বজুড়ে জলবায়ু সমাবেশ থেকে জাতিসংঘ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ব্রিটিশ পার্লামেন্ট এবং যুক্তরাষ্ট্র কংগ্রেসে দেওয়া তার বক্তব্যের সংগ্রহ। সাংবাদিক আবু তাহির মুস্তাকিম বইটির বঙ্গানুবাদ করছেন। যা আমাদের সতেরো কোটি মানুষকে বিশেষ করে নতুন প্রজন্মকে জলবায়ু বিষয়ক প্রয়োজনীয় দীক্ষা পেতে সাহায্য করবে।

২০২০ সালে বইটি প্রথম প্রকাশ করে মাতৃভাষা প্রকাশ। বইটির মূল্য রাখা হয়েছে ১৯০ টাকা। গ্রেটার পরবর্তী বই ‘আওয়ার হাউজ ইজ অন ফায়ার: সিনসেস অব এ ফ্যামিলি অ্যান্ড প্ল্যানেট ইন ক্রাইসিস’। এটি একটি স্মৃতিকথা, যা তার মা অপেরা সংগীতশিল্পী মালেনা আর্নম্যান, তার বোন বেটা আর্নম্যান এবং তার বাবা স্যাভন্তে থুনবার্গের সাথে যৌথভাবে লেখা।

এসইউ/জিকেএস

Read Entire Article