গ্লোবাল আইডা অ্যাওয়ার্ডসে জাজেস চয়েজ পুরস্কার পেলেন চুয়েটের মাহদ্বিয়া 

2 months ago 4

বাংলাদেশের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী মাহদ্বিয়া রাহমান পেলেন জাজেস চয়েজ পুরস্কার। 

নিপপন পেইন্টের গ্লোবাল করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (জিসিএসআর) কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ১৭তম আইডা অ্যাওয়ার্ডস ২০২৪-এর গ্লোবাল ফাইনালে ইন্টেরিয়র ডিজাইন ক্যাটাগরিতে এ পুরস্কার লাভ করেছেন। 

এ বছর ১৬টি দেশ থেকে ৮ হাজারের বেশি শিক্ষার্থীর ডিজাইন জমা পড়েছিল, যা স্থানীয় সামাজিক, শহরে এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় গ্লোবাল দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে।

আইডা অ্যাওয়ার্ডস ২০২৪-এর ন্যাশনাল ফাইনালে স্থাপত্য বিভাগে মো. মনসুরুন্নবী এবং ইন্টেরিয়র ডিজাইন বিভাগে মাহদ্বিয়া রাহমান বিজয়ী হয়েছিলেন। এরপর তারা ইন্টারন্যাশনাল ফাইনালিস্ট হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে জাপানের টোকিওতে যান। 
মাহদ্বিয়ার পুরস্কার বিজয়ী প্রোজেক্ট, ‘স্টোরিস আনফোল্ড : দ্য টেল অব সিঙ্গেল মাদার’ ঐতিহ্যবাহী বাংলাদেশি চায়ের দোকানকে সিঙ্গেল মায়েদের জন্য একটি নিরাপদ, ক্ষমতায়নকারী এবং বহুমুখী স্থানে রূপান্তরিত করার একটি উদ্ভাবনী প্রস্তাবনা। এ ডিজাইনটি সমাজে এই নারীদের প্রতি যে অবহেলা এবং তাদের জন্য উপযুক্ত জায়গার অভাব রয়েছে, তা দূর করতে সাহায্য করবে। এর মাধ্যমে মায়েরা হয়রানির ভয় ছাড়াই নিশ্চিন্তে কাজ করতে পারবেন এবং একই সাথে তাদের সন্তানদেরও দেখাশোনা করতে পারবেন।

নিপপন পেইন্টের মার্কেটিং ম্যানেজার রবিন মিয়া বলেন, আমরা মাহদ্বিয়া রহমানকে নিয়ে অত্যন্ত গর্বিত, যিনি এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের সম্মান বৃদ্ধি করেছেন। আইডা অ্যাওয়ার্ডস এমন ডিজাইনারদের উৎসাহিত করে যারা তাদের সৃজনশীলতা ব্যবহার করে বর্তমান সমস্যাগুলো সমাধান করেন এবং একটি উন্নত ভবিষ্যৎ গঠনে অবদান রাখেন।

এ বছর আইডা ডিজাইনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস স্থাপত্য বিভাগে চীনের মাইক হুয়াং ‘এইটটিন প্লাস ওয়ান প্লান’ প্রোজেক্টের জন্য এবং ইন্টেরিয়র ডিজাইন বিভাগে ইন্দোনেশিয়ার আডেলিয়া মেইসা ‘মায়ানগান তেহ’ প্রোজেক্টের জন্য জিতেছেন। এই শীর্ষস্থানীয় ডিজাইনাররা হার্ভার্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অফ ডিজাইনে ১০ হাজার মার্কিন ডলার মূল্যের একটি সম্পূর্ণ অর্থায়িত তিন সপ্তাহের ডিজাইন ডিসকভারি প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

Read Entire Article