বৈশ্বিক সংস্থা দ্য গ্লোবাল ফান্ডের অর্থায়নে বাংলাদেশে পরিচালিত বিভিন্ন প্রোগ্রামের জন্য পণ্য সরবরাহ ও সেবা গ্রহণে ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সীর সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
দ্য গ্লোবাল ফান্ড হলো এইডস, টিবি এবং ম্যালেরিয়া প্রতিরোধ, চিকিৎসা ও যত্ন কর্মসূচির বিশ্বের বৃহত্তম অর্থায়নকারী সংস্থা।২০২৪ সালের অক্টোবর পর্যন্ত, গ্লোবাল ফান্ড তার কর্মসূচির জন্য প্রায় ১৩০টি দেশে ৭৮ বিলিয়ন ডলারের বেশি তহবিল অনুমোদন করেছে।
এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু, বাংলাদেশ সরকারের সঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা দ্য গ্লোবাল ফান্ডের মধ্যে ফ্রেমওয়ার্ক চুক্তি সম্পাদিত হয়েছে। এছাড়া, সংস্থাটি ও উহার অর্থায়নে প্রাইম পার্টনার কর্তৃক পরিচালিত প্রোগ্রামসমূহের জন্য পণ্য সরবরাহ বা সেবা গ্রহণের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি প্রদান করা হলে দেশের প্রান্তিক এলাকাসমূহের অবহেলিত ও হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে এইডস, যক্ষ্মা এবং ম্যালেরিয়া রোগের চিকিৎসা সেবা প্রদান করা যাবে; যেহেতু, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১২৬ এর উপ-ধারা (২) এর অধীন জাতীয় রাজস্ব
বোর্ড কর্তৃক বিশেষ আদেশ দ্বারা কোনো আন্তর্জাতিক বা দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের জন্য সীমা ও শর্ত আরোপ করে সরবরাহ গ্রহণ বা সেবা গ্রহণের ক্ষেত্রে মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রদানের বিধান রয়েছে।
সেহেতু, দ্য গ্লোবাল ফান্ড ও উহার অর্থায়নে বাংলাদেশে পরিচালিত প্রোগ্রামসমূহের জন্য পণ্য সরবরাহ বা সেবা গ্রহণের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড আরোপণীয় সমুদয় মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রদান করলো।
এসএম/এমএইচআর/জিকেএস