দক্ষিণী সিনেমার তারকা আল্লু অর্জুনকে কারাগারে প্রেরণের ঘণ্টাখানেকের মধ্যেই জামিন দেওয়া হয়েছে। তেলেঙ্গানা হাইকোর্ট তার এ জামিন মঞ্জুর করেছে। ‘হিন্দুস্তান টাইমস’ সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ (১৩ ডিসেম্বর) ভারতের হায়দারাবাদে গ্রেফতার করা হয়েছে দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লুকে। জানা যায়, চিক্কাড়পল্লী থানায় নিয়ে যাওয়া হয় এ অভিনেতাকে। এ থানায় তার নামে অভিযোগ দায়ের করা হয়েছিল।
পুলিশ থানায় নিয়ে যাওয়ার আগে ওসমানিয়া হাসপাতালে আল্লু অর্জুনকে মেডিকেল চেকআপ করানোর জন্য নিয়ে যায়। সেখান থেকেই নামপল্লী আদালতে শুরু হয় শুনানি। এজলাসে আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
#WATCH | Hyderabad, Telangana: Police bring actor Allu Arjun to Chanchalguda Central Jail, after court sent him to 14-day remand.
He has been arrested in connection with the death of a woman at Sandhya theatre on December 4, during the reported stampede at the premiere of his… pic.twitter.com/ZRrsJhKPr2
আজ দিনভর আল্লু অর্জুনকে গ্রেফতারের ঘটনা সিনেমার গল্পকেও হার মানিয়েছে। চলতি মাসের ৪ তারিখ হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারী অনুরাগীর। সেই অভিযোগেই তারকাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হয়।
এদিকে আল্লুর গ্রেফতারের খবর শুনেই অভিনেতার চাচা রাজনীতিক পবণ কল্যাণ এবং চিরঞ্জিবী ছুটে যান জুবিলি হিলসের বাড়িতে। কিছুদিন আগে হায়োরাবাদে ‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে এক নারী অনুরাগীর মৃত্যু হওয়ায় আল্লু অর্জুনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
এমএমএফ/জিকেএস