ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়ের জনপদ, তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস
হিমালয়ের কাছাকাছি হওয়ায় তুলনামূলক শীতের প্রকোপ বেশি দেখা যায় উত্তরের জেলাগুলোতে। ইতিমধ্যে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে পঞ্চগড়ের জনপদ। সকাল ৮টা নাগাদ সূর্য উঁকি দিলেও ঘন কুয়াশার কারণে ছড়াতে পারেনি উত্তাপ। কুয়াশায় হিমেল হাওয়ায় তীব্র হচ্ছে শীত। প্রতিদিন একটু একটু করে বাড়ছে শীতের অনুভূতি। এছাড়াও, হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাস ও কুয়াশায় ঢেকেছে পঞ্চগড় ও তেঁতুলিয়া। এতে তাপমাত্রা কমতে শুরু করেছে প্রতিদিনই। কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। রবিবার সকাল ৬টায় উত্তরের এই জেলায় সর্বনিম্ন ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে প্রথম শ্রেণির