ঘর থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

13 hours ago 5

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাব্বির আহমেদ নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৫ এপ্রিল) সকালে নিহতের পরিবার হত্যার ঘটনায় থানায় অভিযোগ করেছেন। 

নিহত সাব্বির আহমেদ উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারুপ পশ্চিমপাড়া গ্রামের হানিফ ভুঁইয়ার ছেলে। এর আগে শুক্রবার (৪ এপ্রিল) রাতে হত্যার ঘটনা ঘটে। 

নিহতের স্বজনরা জানান, সাব্বির আহমেদ ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন তিনি। শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যায় সাব্বির। কিছুক্ষণ পর অজ্ঞাত কয়েকজন তাকে ডেকে নিয়ে যায়। পরে গভীর রাতে খায়রুল নামের এক যুবক এসে পরিবারকে জানায়, সাব্বির গুরুতর অসুস্থ। তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনের দাবি, সাব্বিরকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

কসবা থানার ওসি আব্দুল কাদের কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় খাইরুল নামে এক যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে জানিয়েছে, রাতে সাব্বির কসবা-নয়নপুর সড়কের পানিয়ারুপ এলাকায় মাদকের ট্রাক আটকানোর জন্য অবস্থান করছিল। ধারণা করা হচ্ছে, ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। 

তিনি আরও বলেন, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা করছে পুলিশ। 

Read Entire Article