মেহেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ২

21 hours ago 10

মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার সময় সদর উপজেলার চাঁদবিল মোড়ে একটি রেস্টুরেন্ট থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলো জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোরশেদ শোভন ও জয় খান। নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলা চলমান রয়েছে। 

শোভন মেহেরপুর পৌর এলাকার মন্ডলপাড়ার আব্দুল মান্নানের ছেলে এবং জয় খান স্টেডিয়াম পাডার সবুজের ছেলে। 

পুলিশের সূত্র জানিয়েছে, রোববার  (৬ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিক ব্রিফিং এর মাধ্যমে গ্রেপ্তারকৃতদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে। 
 

Read Entire Article