ঘরে পড়ে ছিল দুই সন্তানসহ মায়ের মরদেহ

3 months ago 7

ঢাকার ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত এলাকায় বসতঘরে দুই ছেলেসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরের দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা নিশ্চিত নয় পুলিশ।

নিহতরা হলেন ওই এলাকার মৃত রাজা মিয়ার স্ত্রী নারগিস বেগম (৪০), দুই ছেলে শামীম (১৬) ও সুলায়মান (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে নারগিস বেগমের মেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে তিনজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। একপর্যায়ে তাদের ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। পরে পুলিশ এসে মরদেহ তিনটি উদ্ধার করে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, নিজ ঘরে মা ও দুই ছেলেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে এটি ‌‘হত্যাকাণ্ড’ না ‘আত্মহত্যা’ তা জানা যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

মাহফুজুর রহমান নিপু/এসআর/জিকেএস

Read Entire Article