ঘরেই বানিয়ে নিন অয়েস্টার সস
চায়নিজ রান্নায় অয়েস্টার সস একটা ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এটি খাবারে গভীর স্বাদ আর হালকা মিষ্টি-লবণীয় ফ্লেভার আনে। বাজারের অয়েস্টার সস তো পাওয়া যায়; কিন্তু বাড়িতে বানানো হলে এর স্বাদ একেবারেই ভিন্ন।
যা লাগবে
অয়েস্টার (ঝিনুক মাংস) – আধা কাপ
পানি – আধা কাপ
সয় সস – ২ টেবিল চামচ
চিনি – ১ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার – ১ চা চামচ (১ টেবিল চামচ পানিতে গুলে নেওয়া)
কীভাবে বানাবেন
ঝিনুক রস তৈরি করুন: ঝিনুক মাংস এবং পানি একটি কড়াইয়ে দিন, তারপর ৫-৬ মিনিট ফোটান।
ছেঁকে নিন: ফোটানো ঝিনুক মাংস ঠান্ডা হলে ছেঁকে নিন, রস আলাদা করে রাখুন।
ফ্লেভার যোগ করুন: এই রসের সঙ্গে সয় সস এবং চিনি মিশিয়ে আবার ফোটান।
ঘন করুন: শেষ ধাপে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিন। রান্নার সময় এটি স্বাভাবিকভাবেই ঘন হয়ে যাবে।
সংরক্ষণ করুন: ঠান্ডা হলে বোতলে ভরে রাখুন।
এবার আপনার নিজের তৈরি অয়েস্টার সস স্টির ফ্রাই, নুডলস বা অন্যান্য চায়নিজ রেসিপিতে ব্যবহার করতে পারবেন। স্বাদে পার্থক্য অনুভব করবেন!

7 hours ago
8









English (US) ·