ঘাটে অতিরিক্ত টাকা আদায় করলেই ইজারা বাতিল: উপদেষ্টা সাখাওয়াত

2 hours ago 2

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সত্য হলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাতিল হবে ইজারাদার (ইজারা বাতিল)।

রোববার (২৫ জানুয়ারি) সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন আরও বলেন, আমরা যতই সেতু তৈরি করি না কেন, নৌ পরিবহনের গুরুত্ব অনেক বেশি। একসময় আমরা নৌ পরিবহনের ওপর নির্ভর ছিলাম। তাই বর্তমানে যারা প্রাইভেট নৌ পরিবহন চালান, তাদের খেয়াল রাখতে হবে যাত্রীরা যাতে হয়রানি না হন।

 উপদেষ্টা সাখাওয়াত

নৌ পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে যদি অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জিকেএস

Read Entire Article