অনিয়মের অভিযোগে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

3 hours ago 5

নাটোরের বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহেল বাকির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১৯ জানুয়ারি) পরীক্ষা বয়কটের পাশাপাশি অধ্যক্ষকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম উপস্থিত হয়ে তাদের সঙ্গে আলোচনা করেন।

আলোচনা শেষে আশরাফুল ইসলাম জানান, অভিযুক্ত অধ্যক্ষ আগামী ১৫ দিন ছুটিতে থাকবেন বলে জানানো হয়। এসময় সহকারী অধ্যাপক আব্দুল মতিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে থাকবেন।

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইউসুফ আলী অনিক জানান, এইচএসসি প্রথম বর্ষের বার্ষিক ও দ্বিতীয় বর্ষের টেস্ট পরীক্ষা ছিল। দ্বিতীয় বর্ষের টেস্ট পরীক্ষার ফি ছিল ২৮০ টাকা। তবে কলেজ কর্তৃপক্ষ নিয়েছে ৫০০ টাকা। অবৈধভাবে এ টাকা নেওয়ার প্রতিবাদ এবং অন্যান্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শতাধিক শিক্ষার্থী নির্ধারিত পরীক্ষা বয়কট করে বিক্ষোভ করেন। একপর্যায়ে অধ্যক্ষের কক্ষে গিয়ে অবরুদ্ধ করে তাৎক্ষণিকভাবে পদত্যাগ দাবি করেন। শিক্ষার্থীরা পদত্যাগপত্রে সই করতে চাপ দেন।

অনিয়মের অভিযোগে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. সালাউদ্দিন জানান, স্নাতক (পাস) পরীক্ষার ফরম পূরণের জন্য ১৩০০ টাকার পরিবর্তে ৩৩০০ টাকা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া বিজ্ঞান ভবন সংস্কার, গত বিজয় দিবসের অনুষ্ঠানসহ কলেজের বিভিন্ন কাজে অধ্যক্ষ ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে আসছেন। এতে শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছেন।

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল্লাহেল বাকি বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। একটি মহলের প্ররোচনায় অপদস্থ করা হচ্ছে।’

সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, অধ্যক্ষ আপাতত ১৫ দিনের ছুটি নিয়েছেন। নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রয়োজনীয় দিকনির্দেশনা চাওয়া হবে।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

Read Entire Article