ঘুম ভাঙতেই তরুণী দেখলেন বুকের ওপর অজগর

মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙে এক তরুণীর। তিনি ঘুম থেকে উঠে দেখতে পান নিজের বুকের ওপর ২ দশমিক ৫ মিটার লম্বা একটি জ্যান্ত পাইথন কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে।  সম্প্রতি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারো কোনো ক্ষতি না হলেও র‌্যাচেল ব্লু নামের ওই তরুণী আতঙ্কিত হয়ে পড়েন। বিবিসিকে র‌্যাচেল জানান, ঘুমের ঘোরে তিনি বুকের ওপর ভারী কিছু অনুভব করছিলেন। আধো ঘুমে তিনি ভাবেন তার পোষা কুকুরটি হয়ত শুয়ে আছে। কিন্তু কুকুরকে আদর করতে গিয়ে তিনি যখন মসৃণ ও পিচ্ছিল কিছু অনুভব করেন, তখনই তার সন্দেহ হয়। র‌্যাচেল দ্রুত নিজেকে চাদরের নিচে গুটিয়ে নেন। এরপর ল্যাম্প জ্বালাতেই তার চোখ কপালে ওঠে। র‌্যাচেল আরও জানান, তার প্রথম চিন্তা ছিল ঘরের ভেতর থাকা ডালমেশিয়ান জাতের কুকুরগুলোকে নিয়ে। কুকুরগুলো যদি সাপের অস্তিত্ব টের পেত, তবে ঘরে রক্তাক্ত কাণ্ড ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু কুকুরগুলোকে দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার পর র‌্যাচেল খুব সাবধানে বিছানা থেকে নিচে নেমে আসেন এবং পাইথনটিকে ধরে জানালা দিয়ে বাইরে বের করে দেন। সাধারণত মানুষ এই অবস্থায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেও র‌্যাচেল বেশ শান্ত ছিলেন। তিনি জানান, সাপ

ঘুম ভাঙতেই তরুণী দেখলেন বুকের ওপর অজগর
মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙে এক তরুণীর। তিনি ঘুম থেকে উঠে দেখতে পান নিজের বুকের ওপর ২ দশমিক ৫ মিটার লম্বা একটি জ্যান্ত পাইথন কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে।  সম্প্রতি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারো কোনো ক্ষতি না হলেও র‌্যাচেল ব্লু নামের ওই তরুণী আতঙ্কিত হয়ে পড়েন। বিবিসিকে র‌্যাচেল জানান, ঘুমের ঘোরে তিনি বুকের ওপর ভারী কিছু অনুভব করছিলেন। আধো ঘুমে তিনি ভাবেন তার পোষা কুকুরটি হয়ত শুয়ে আছে। কিন্তু কুকুরকে আদর করতে গিয়ে তিনি যখন মসৃণ ও পিচ্ছিল কিছু অনুভব করেন, তখনই তার সন্দেহ হয়। র‌্যাচেল দ্রুত নিজেকে চাদরের নিচে গুটিয়ে নেন। এরপর ল্যাম্প জ্বালাতেই তার চোখ কপালে ওঠে। র‌্যাচেল আরও জানান, তার প্রথম চিন্তা ছিল ঘরের ভেতর থাকা ডালমেশিয়ান জাতের কুকুরগুলোকে নিয়ে। কুকুরগুলো যদি সাপের অস্তিত্ব টের পেত, তবে ঘরে রক্তাক্ত কাণ্ড ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু কুকুরগুলোকে দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার পর র‌্যাচেল খুব সাবধানে বিছানা থেকে নিচে নেমে আসেন এবং পাইথনটিকে ধরে জানালা দিয়ে বাইরে বের করে দেন। সাধারণত মানুষ এই অবস্থায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেও র‌্যাচেল বেশ শান্ত ছিলেন। তিনি জানান, সাপের উপদ্রব আছে এমন এলাকাতেই তিনি বড় হয়েছেন। তিনি বিশ্বাস করেন, মানুষ শান্ত থাকলে সাপও শান্ত থাকে। তবে তার পরিবারের সদস্যরা স্তম্ভিত হয়ে পড়েন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow