ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে ধর্ষণ, খালু গ্রেপ্তার

7 hours ago 6
জামালপুরের বকশীগঞ্জে ঘুমের ওষুধ খাইয়ে ভাগ্নিকে (১৩) ধর্ষণের অভিযোগে খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর আলুরচর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  এর আগে, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ছোট বোনকে সঙ্গে নিয়ে নানার বাড়ি বগারচর ইউনিয়নের আলুরচর বেড়াতে যান ওই কিশোরী। রাতে পা ব্যথার কথা বললে অভিযুক্ত খালু লুৎফর রহমান তাদেরকে ব্যথার ওষুধের পরিবর্তে ঘুমের ওষুধ এনে দেন। বুঝতে না পেরে তারা দুই বোন ব্যথার ওষুধ মনে করে ঘুমের ওষুধ খান। এরপর তারা ঘুমিয়ে পড়লে অভিযুক্ত কিশোরীকে ধর্ষণ করেন। ঘুম ভেঙে গেলে ভুক্তভোগী কিশোরী নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায় এবং অভিযুক্তকে তার পাশে বসে থাকতে দেখে ডাক চিৎকার দেয়।  পরে বিষয়টি তার মাকে জানালে শুক্রবার রাতে লুৎফর রহমান ও তার স্ত্রী বাকফুল বেগমকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। স্থানীয়রা জানান, বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। তদন্তসাপেক্ষে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।  এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Read Entire Article