ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

3 months ago 48

শেরপুরের ঝিনাইগাতীতে ঘুরতে গিয়ে পাহাড়ি ঢলের পানিতে নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।

নিহত মিলটন উপজেলার ধানশাইল ইউনিয়নের ভাই সোহরাব উদ্দিনের ছেলে এবং রংপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নিহত আরেকজন আমানুল্লাহ একই এলাকার সাদা মিয়ার ছেলে।

শুক্রবার দুপুর ১টার দিকে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলি গ্রামে এ ঘটনা ঘটে।

ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে এসে বন্ধুদের নিয়ে ফুটবল খেলা শেষে আটজন মিলে দুই নৌকায় করে পাহাড়ি ঢলের পানি দেখতে যায়। এ সময় দুটি নৌকা ডুবে গেলে মিল্টন এবং আমানুল্লাহর মৃত্যু হয়। আহত বাকি ছয়জনকে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঝিনাইগাতী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, নিহত দুজনই শিক্ষার্থী। এর মধ্যে একজন রংপুর মেডিকেল কলেজের ছাত্র। বন্ধুরা মিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে এই ঘটনা ঘটে।

শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খন্দকার রাহাত মাহফুজ বলেন, আমরা মৃত অবস্থায় দুজনকে পেয়েছি। আর আহত অবস্থায় দুজনের চিকিৎসা চলছে।

ঝিনাইগাতী সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, নৌকা ভ্রমণে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের প্রস্তুতি চলছে।

ইমরান হাসান রাব্বী/জেডএইচ/

Read Entire Article