ঘুরতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

2 months ago 34

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা এলাকায় ঘুরতে এসে ভোগাই নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে পানিহাতা এলাকার ভোগাই নদীর লক্ষীডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার হালুয়াঘাট পৌরশহরের স্কুলশিক্ষক আহাম্মদ আলীর ছেলে মিহান (১৯) ও ময়মনসিংহের সদর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা হুমায়ন কবীরের ছেলে সাজিত (১৩)। মিহান এইচএসসি পরীক্ষার্থী এবং সাজিত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। 

পরিবারের সদস্যরা জানান, বিয়ে উপলক্ষে আত্মীয়-স্বজন সবাই হালুয়াঘাটে যায়। শুক্রবার বিয়ে শেষে শনিবার নারী ও শিশুসহ মোট ১৮ জন মিলে নালিতাবাড়ি উপজেলার গারো পাহাড়ের পানিহাতা বেড়াতে আসে। দুপুরের দিকে ভোগাই নদীর লক্ষীডোবা এলাকায় দুই ভাই গোসল করতে নামে। নদীর বালুচরে হাঁটতে গিয়ে পা পিছলে প্রথমে সাজিত গভীরে তলিয়ে যেতে থাকে। 

তারা আরও জানান, এ সময় তাকে বাঁচাতে মিহান এগিয়ে গেলে দুই ভাই গভীরে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা নদীতে নামলেও ততক্ষণে তারা নিখোঁজ হয়ে যায়। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে সন্ধ্যায় ভাটি অঞ্চলের গভীর পানির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত জামালপুর থেকে নালিতাবাড়ী সীমান্তের পাহাড়ি নদী ভোগাইয়ে আসি। ডুবুরি নামানোর পর দ্রুত সময়ের মধ্যেই দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

Read Entire Article