ঘুরতে দেখে পুলিশে খবর, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে তাকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর থেকে গ্রেপ্তার করা হয়।
রিয়াজুল ইসলাম মাসুম সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে পাবনার রূপপুর এলাকায় সদর থানার বিভিন্ন মামলার আসামি রিয়াজুল ইসলাম মাসুমকে ঘোরাফেরা করতে দেখেন নাটোরে কিছু লোকজন। তারা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত মাসুমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা নির্যাতন ও হত্যাসহ ৭টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেই রিয়াজুল ইসলাম মাসুমের বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে পলাতক ছিলেন রিয়াজুল ইসলাম মাসুম। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব ছিলেন ছাত্রলীগের এই সাবেক নেতা। গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।