ঘুষের টাকাসহ গ্রেপ্তার সহকারী রাজস্ব কর্মকর্তা
চট্টগ্রাম কাস্টম হাউসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। এ সময় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে ৩০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম এ অভিযান চালায়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
দুদকের দপ্তরে অভিযোগ ছিল, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের প্রোপ্রাইটর আমির হোসেন জাপান থেকে আমদানি করা পণ্যের (BREAK ACRYLIC MIXED PLASTIC WASTE AND SCRAP, মূল্য ৬,৪২৮.১০ মার্কিন ডলার) ছাড়করণের জন্য কাগজপত্র জমা দিলে শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন হয়রানি করেন। তারা নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং টাকা না দিলে পণ্য ছাড়করণে বিলম্ব বা নিলামে বিক্রির হুমকি দেন।
ভুক্তভোগী ব্যবসায়ী বিষয়টি দুদককে জানালে কমিশন অনুমোদন নিয়ে পরিকল্পিত ফাঁদ অভিযান চালায়। এসময় ছদ্মবেশে থাকা দুদক কর্মকর্তারা ঘুষ লেনদেন প্রত্যক্ষ করেন এবং রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও সহযোগী মাইনুদ্দীনকে হাতেনাতে গ্রেপ্তার করেন। অভিযান শেষে জব্দ তালিকা প্রস্তুত, স্বাক্ষীদের বক্তব্য গ্রহণ এবং অন্যান্য আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। দুদক জানিয়েছে, মামলার তদন্তকালে এ অপরাধে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।