ঘুষের টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার পাসপোর্টের হিসাব রক্ষক

12 hours ago 5
ঘুষ নেওয়ার সময়ে দুদকের অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের হিসাব রক্ষক ফারুক আহমেদ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ২০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।  তিনি বলেন, ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ আসে দুদকে। পরে দুদকের ঠাকুরগাঁও জেলা সমন্বিত কার্যালয় ফাঁদ পেতে ঘুষ লেনদেনের ২০ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করে।  দুদক সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর ২০২৪ তারিখে মিরানা মাহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। নির্ধারিত ২৯ নভেম্বর ২০২৪ তারিখে পাসপোর্ট সংগ্রহ করতে গেলে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদ অভিযোগকারীর কাছে পাসপোর্ট নবায়ন করতে সরকারি ফি’র অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয় মিরানা মাহজাবিন সরকার পাসপোর্টের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাকে ফারুক আহমেদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের পরামর্শ দেন। পরবর্তীতে, মিরানা মাহজাবিন সরকারের মোবাইল ফোনে ফারুক আহমেদের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সংগৃহীত হয়, যেখানে ঘুষ চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। এই পরিপ্রেক্ষিতে দুদক বিধিমালা, ২০০৭ -এর বিধি ১৬ অনুযায়ী একটি ফাঁদ মামলা পরিচালনার জন্য কমিশন অনুমোদন দেয়। তারপর মঙ্গলবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষ ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও -এর একটি বিশেষ টিম, যার নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী। সার্বিক কার্যক্রমের তদারকি করেন দুদক ঠাকুরগাঁও অফিসের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক। 
Read Entire Article