ঘুসকাণ্ডের পর ৫৫ বিলিয়ন ডলার খুইয়েছে আদানি গ্রুপ

2 months ago 26

সম্প্রতি আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ঘুসের অভিযোগ করা হয় যুক্তরাষ্ট্রের আদালতে। এরপর থেকে আদানি গ্রুপের শেয়ারের মূল্য কমতে থাকে। এখন পর্যন্ত গ্রুপটি প্রায় ৫৫ বিলিয়ন ডলার হারিয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) গ্রুপটি জানায়, যুক্তরাষ্ট্রে আদালতে অভিযোগ দায়েরের পর আদানি গ্রুপের ১১টি তালিকাভুক্ত কোম্পানি প্রায় ৫৫ বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন হারিয়েছে।

বুধবার আদানি এন্টারপ্রাইজেসের শেয়ার ১ দশমিক ৮ শতাংশ বাড়লেও অভিযোগ আনার পর গ্রুপটির প্রধান কোম্পানির শেয়ার দর কমেছে ২০ শতাংশের বেশি।

২০ নভেম্বর নিউইয়র্কের একটি আদালতে অভিযোগ করা হয়েছে, আদানি ২৫ কোটি মার্কিন ডলারের ঘুসকাণ্ডে জড়িত ও বিষয়টি গোপন রেখে যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্থও সংগ্রহ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, আদানি এবং তার শীর্ষ কর্মকর্তারা ভারতের সরকারি কর্মকর্তাদের ঘুস দিয়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে লাভজনক চুক্তি করেছেন। এই চুক্তিগুলো থেকে ২০ বছরে ২০০ কোটি ডলারের বেশি মুনাফা অর্জনের আশা করা হয়েছে।

সূত্র: এএফপি

এমএসএম

Read Entire Article