যশোরের অভয়নগরে ঘেরের পাড় থেকে হাসান শেখ (৩৫) নামের এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ জুন) সকালে সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের তবিবুর শেখের ঘেরের পাড় থেকে গলাকাটা লাশটি উদ্ধার করা হয়।
নিহত হাসান শেখ নাউলি গ্রামের হাবিবুর শেখের ছোট ছেলে। তিনি ৭ বছর কাতারপ্রবাসী ছিলেন।
সম্প্রতি দেশে ফেরেন। দুই মাস আগে খুলনার দামোদর গ্রামে বিয়ে করেন। জানা যায় নিহত হাসান শেখ শনিবার (১৪... বিস্তারিত