চকরিয়ায় দুই পলাতক আসামি গ্রেপ্তার

2 months ago 30

কক্সবাজারের চকরিয়ায় সিআর মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) ভোর উপজেলার ডুলাহাজারা ও বিএমচর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মোট ৩৬০ জন আসামি গ্রেপ্তার হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ডুলাহাজারা ইউনিয়নের আবদুর রশিদ রাসেলের ছেলে মো. জিহাদ ও বিএমচর ইউনিয়নের স্কুলপাড়া এলাকার মৃত আবদুল মুবিনের ছেলে আমিনুল এহেছান মীম।

পুলিশ সূত্রে জানা যায়, থানা পুলিশের টিম বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার ভোরে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের শাহসুজা এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া কালবেলাকে বলেন, গ্রেপ্তার মো. জিহাদ ও আমিনুল এহেছান মীমের বিরুদ্ধে সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ সকালে দুজনকে আদালত সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, থানা সূত্র জানা গেছে কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশে চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের ভূঁইয়া যোগদানের পর থেকে নিয়মিত মামলা, ডাকাতি মামলা প্রস্তুতি, মাদক মামলা, সিআর সাজা, সিআর, জিআরসহ বিভিন্ন মামালায় গত ১৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৬০ জন আসমিকে গ্রেপ্তার করা হয়েছে।

Read Entire Article