চকলেট কিনে জিততে পারেন রিসোর্টে কাপল ট্যুরসহ আকর্ষণীয় পুরস্কার

3 hours ago 4

এবারের বিশ্ব ভালোবাসা দিবসকে আরেকটু মিষ্টি করে তুলতে দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ডেইলি শপিং নিয়ে এলো ‘ট্রিট ভালোবাসার মিষ্টি উপহার’ আয়োজন। ডেইলি শপিং থেকে চকলেট কিনে সেলফি দিয়ে আপনিও জিতে নিতে পারেন রিসোর্টে কাপল ট্যুরসহ আকর্ষণীয় সব পুরস্কার।

প্রথম পুরস্কার হিসেবে রয়েছে রিসোর্টে ২ রাত ১ দিনের কাপল ট্যুর। দ্বিতীয় পুরস্কার ৫ তারকা হোটেলে ক্যান্ডেল লাইট ডিনার। এছাড়াও থাকছে আরো অসংখ্য আকর্ষণীয় পুরস্কার।

আরও পড়ুন

ডেইলি শপিংয়ের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।

এই ক্যাম্পেইনে অংশগ্রহণের শেষ সময় ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণের নিয়মাবলী হলো:

১. ডেইলি শপিংয়ের ফেসবুক পেজ ফলো করুন।

২. ডেইলি শপিংয়ের যেকোনো আউটলেট থেকে আপনার পছন্দের সর্বনিম্ন ৪৯৯ টাকার চকলেট কিনে বুঝে নিন আকর্ষণীয় গিফট ব্যাগ। এছাড়া dailyshoppingbd.com অথবা Daily Shopping Mobile App থেকে সর্বনিম্ন ৪৯৯ টাকার চকলেট কিনলেও পাচ্ছেন আকর্ষণীয় ক্যাম্পেইন ব্যাগ।

৩. ডেইলি শপিং থেকে পাওয়া ক্যাম্পেইন ব্যাগ এবং ইনভয়েসের ছবি তুলে কমেন্ট করুন ডেইলি শপিং ফেসবুক পেজের ক্যাম্পেইন পোস্টে।

৪. ছবি পাঠানোর শেষ সময় ১৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

আরও পড়ুন

৫. একজন প্রতিযোগী একটিই সেলফি পাঠাতে পারবেন। শুধু ব্যাগের সঙ্গে সেলফিই গ্রহণযোগ্য এবং পারচেজ ইনভয়েসের স্পষ্ট ছবি পাঠাতে হবে।

৬. মনোনীত ছবিগুলোর মধ্যে থেকে র‍্যাফেল ড্র-এর মাধ্যমে নির্বাচিত হবেন বিজয়ী।

৭. ডেইলি শপিং কর্তৃপক্ষ ক্যাম্পেইনের যেকোনো ধরনের পরিবর্তন কিংবা বিজয়ী নির্বাচন সম্পর্কিত সব সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে।

এমএমএআর/এমএস

Read Entire Article