চটেছেন মিষ্টি জান্নাত

2 months ago 8

ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও কনটেন্ট ছড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি একটি ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে দাবি করা হয়, তিনি বিদেশে ‘খদ্দেরের’ সঙ্গে ধরা পড়েছেন। বিষয়টি নিয়ে চরম বিব্রত অবস্থায় পড়েছেন এই অভিনেত্রী।

মিষ্টি জান্নাত বলেন, বেশ কয়েকদিন ধরেই আমার নামে কিছু পেইজে মিথ্যা ও বানোয়াট ভিডিও প্রকাশ করা হচ্ছে। সম্প্রতি এক পেইজে দেখা গেল, ঢাকায় একটি অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় ধারণ করা ভিডিওতে বিভ্রান্তিকর ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে। এতে আমার ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে এসব ভুয়া কনটেন্ট নির্মাতা ও প্রচারকারীদের নামসহ প্রমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে জমা দিয়েছেন। ভিউ ও লাইকের জন্য অনলাইনে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। নিয়মিত চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার দন্ত চিকিৎসক হিসেবেও পরিচিত।

Read Entire Article