চট্টগ্রাম কারাগারে বন্দিদের বিক্ষোভ, কারারক্ষীদের ফাঁকা গুলি

2 months ago 31

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিক্ষোভ করেছেন কারাবন্দিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারা অভ্যন্তরে ফাঁকা গুলি ছোড়েন কারারক্ষীরা। পরে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে নগরীর লালদীঘি পাড়ে অবস্থিত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। এ কারাগারে এখন প্রায় পাঁচ হাজার বন্দি রয়েছেন।

এ ঘটনায় কোনো বন্দি পালিয়ে যাননি, কিংবা কেউ নিহত হননি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং শান্ত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মনজুর হোসেন।

জাগো নিউজকে তিনি বলেন, কিছু বন্দি কারা অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে কেউ গুলিবিদ্ধ কিংবা নিহত হননি। গুরুতর কিছুও হয়নি।

একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষ হতে না হতেই পৌনে দুইটার দিকে কারাগারের অভ্যন্তরে বন্দিরা বিক্ষোভ শুরু করেন। এসময় কারাগারে পাগলা ঘণ্টা বাজানো হয়। এরপর গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত গোলাগুলি শব্দ পান কারাগারের প্রধান ফটকের আশেপাশে থাকা লোকজন ও দোকানিরা।

গত সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর উৎসুক জনতা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন কারারক্ষীরা পাল্টা গুলি ছুড়লে উৎসুক জনতা সরে যায়। এ ঘটনায় ইমন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এমডিআইএইচ/কেএসআর/জিকেএস

Read Entire Article