চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠিত হয়েছে। গত বছরের ২২ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের শহীদ মুন্সী ফজলুর রহমান মিলনায়তনে ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
ফেরদৌস আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
সভায় সবার সম্মতিতে চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের জন্য আবুল বশরকে আহ্বায়ক ও মো. বজলুর রহমানকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করেন শ্রমিক সংগঠক আরিফুল ইসলাম আদীব।
শ্রমিক ও কর্মচারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও অন্য অধিকার নিয়ে কাজ করবে চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ। আগামী ১ বছরের জন্য চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের জন্য ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৫০৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।