চট্টগ্রাম পলিটেকনিক্যালে দুপক্ষের সংঘর্ষে ৩ শিক্ষার্থী আহত

1 month ago 28

চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ৪টার দিকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

খুলশী থানার ওসি (তদন্ত) মো. মোজাম্মেল হোসেন কালবেলাকে সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, দুটি রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই সংঘর্ষে জড়ান। ১৫ বছর পর গতকাল বুধবার দুটি ছাত্রাবাসের জন্য নির্বাচিত ছাত্রদের তালিকা প্রকাশ করে চট্টগ্রাম পলিটেকনিক প্রশাসন। এ নিয়ে সংঘর্ষ বাধে।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম কালবেলাকে বলেন, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আবাসিক হলের সিট বরাদ্দের জেরে ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হলে দ্রুত তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খুলশী থানার ওসি (তদন্ত) মো. মোজাম্মেল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। হলের সিট বরাদ্দকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার নেই। পরিস্থিতি শান্ত রয়েছে।

Read Entire Article