চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক আয়ান শর্মার বাবার পরলোকগমন

2 months ago 10
চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মার বাবা ডা. বেনী মাধব শর্মা (৮৫) পরলোকগমন করেছেন। তিনি দৈনিক কালবেলা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার আদর শর্মার সম্পর্কে নানা হন। মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টায় ডা. বেনী মাধব শর্মা চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলের নাম আয়ান শর্মা ও দুই মেয়ের নাম শাপলা শর্মা ও পল্লী শর্মা। পারিবারিক সূত্রে জানা যায়, ডা. বেনী মাধব শর্মা দীর্ঘদিন ধরে বার্ধক্যের পাশাপাশি লিভার ও কিডনি রোগে ভুগছিলেন। গত দুদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এদিকে তার মৃত্যুতে চট্টগ্রাম ও হাটহাজারী এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
Read Entire Article