ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের আরেকটি দেশ

2 hours ago 5

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ পর্তুগাল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় । সূত্র : রয়টার্স

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (২১ সেপ্টেম্বর)  ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে পর্তুগাল। এ সময় দেশটির মন্ত্রণালয় আরও জানায়, আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা আসছে সপ্তাহের জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই।

পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময়ই ইঙ্গিত দিয়েছিলেন, যে দেশটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থি সরকার আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে একযোগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। সেই সময় স্পেন অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে একই পদক্ষেপ নিতে আহ্বান জানায়। তবে পর্তুগাল তখন সতর্ক অবস্থান বজায় রাখে।

ইইউভুক্ত ২৭ দেশের মধ্যে এখন পর্যন্ত অল্প কয়েকটি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে কিছু সাবেক কমিউনিস্ট দেশ, পাশাপাশি সুইডেন ও সাইপ্রাস।

এদিকে আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গ।

Read Entire Article