‘আদালতের আদেশ না মেনে চট্টগ্রামের কর্ণফুলী নদীর জায়গা লিজ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করায়’ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পত্রিকায় প্রকাশিত ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।
আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, কর্ণফুলী নদী রক্ষার্থে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে ২০১০ সালে একটি রিট পিটিশন দায়ের করে। শুনানি শেষ ওই রিটে ২০১৬ সালে আদালত কর্ণফুলী নদীর সীমানা জরিপ সংরক্ষণ করার নির্দেশ প্রদান করে রায় দেন।
ওই রায় ও নির্দেশনা অমান্য করে গত ৭ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে ডেপুটি ম্যানেজার/স্টেট দৈনিক পূর্বকোণ পত্রিকায় একটি দরপত্র আহ্বান করেন। ওই দরপত্রে বলা হয়, ফিরিঙ্গি বাজার মৌজার আর এস ৬০১ দাগ ১০ বছরের জন্য লিজ দেওয়া হবে।
পত্রিকায় প্রকাশিত ওই বিজ্ঞপ্তি এইচআরপিবির নজরে এলে ২৫ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ তিনজনকে আদালত অবমাননার নোটিশ পাঠান। তবে নোটিশের পর কোনো পদক্ষেপ না থাকায় এইচআরপিবি ২ ডিসেম্বর একটি আদালত অবমাননার মামলা দায়ের করেন।
মঙ্গলবার ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালতের রায় অমান্য করে কর্ণফুলী নদীর জায়গা লিজ দেওয়ার উদ্যোগ গ্রহণ করায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ও বন্দরের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পরিকল্পনা) মোহাম্মদ হাবিবুর রহমান এবং ডেপুটি ম্যানেজার (স্টেট) মো. শিহাব উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।
এফএইচ/ইএ/জিকেএস