চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের ওপর হামলা, দুই ছিনতাইকারী আটক
চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে প্রকাশ্যে বিদেশি একজন নাগরিকের ওপর ছুরিকাঘাত ও ডকুমেন্টস লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর জখম হওয়া সেই বিদেশি নাগরিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১টায় বন্দরের নিয়ন্ত্রিত এলাকায় চলাচলের সময় ওই চীনা নাগরিকের ওপর আকস্মিকভাবে ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
আটক এক ছিনতাইকারীর নাম আকাশ (৩০) এবং অন্যজন হলেন শাহাদাত হোসেন (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম। কালবেলাকে তিনি বলেন, সেই চীনা নাগরিক ইংরেজি ভাষা বোঝেন না। ফলে ভাষাগত জটিলতার কারণে তার নাম-পরিচয়, কর্মস্থল সম্পর্কে এখনো জানা যায়নি। তবে কীভাবে হামলা ও সেখানে প্রবেশ করেছে, এসব বিষয় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পর আহত চীনা নাগরিককে দ্রুত বন্দর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ছিনতাইকারী তার পাসপোর্ট, ভিসা, নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ সব নথিপত্র ছিনিয়ে নেয় বলে জানা গেছে।
ঘটনার পরপরই উপস্থিত সাধারণ জনতা ছিনতাইকারীদের ধাওয়া করে। স্থানীয়দের সহায়তায় একজনকে ঘটনাস্থলেই আটক করে গণধোলাই দিয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অপরজন পালানোর চেষ্টা করলে তাকেও আহত অবস্থায় ধরে ফেলে পুলিশ সদস্যদের সহায়তায় চমেকে ভর্তি করা হয়।