২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলে বিগত ৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। কমেছে পাসের হার ও জিপিএ-৫।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ঘোষিত ফলাফল পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। এ বছর চট্টগ্রাম বোর্ডে এক লাখ এক হাজার ৮৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
আরও পড়ুন
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ
প্রকাশিত ফলাফলে জানা গেছে, চলতি বছর পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। পাসের পার ৫২ দশমিক ৫৭। গত ৫ বছরের মধ্যে গত বছর ২০২৪ সালে সর্বনিম্ন পাসের হারের রেকর্ড ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। এ সময়ে ২০২১ সালে সর্বোচ্চ পাস করে ৮৯ দশমিক ৩৯ শতাংশ। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৬৫৪ জন।
চলতি বছর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন। বিগত ৫ বছরে ২০২৩ সালে সর্বনিম্ন ৬ হাজার ৩৩৯ জন জিপিএ-৫ পান। এরমধ্যে ২০২১ সালে সর্বোচ্চ ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।
এমডিআইএইচ/বিএ/জিকেএস