চট্টগ্রাম রোটারেক্ট ক্লাবের সভাপতি রাহাত, সম্পাদক ফারহানুল

5 months ago 14

চট্টগ্রাম রোটারেক্ট ক্লাবের ২০২৫-২৬ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে ৪৯তম সভাপতি নির্বাচিত হন আশেক রসুল রাহাত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফারহানুল আলম।

বৃহস্পতিবার (২২ মে) ক্লাবের ৯৬১তম বিশেষ সভায় এ পরিষদ গঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের চিফ অ্যাডভাইজার শফিকুল ইসলাম রিফাত, রোটারেক্টর শাহাদাত হোসেন এবং সাবেক সভাপতি এমরান আহমেদ তামিম।

জানা গেছে, ২০২৫-২৬ বর্ষে নবনির্বাচিত এ কার্যনির্বাহী পরিষদ ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে। তারা আগামী জুলাই মাসে দায়িত্ব নেবেন।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের বাকিরা হলেন সিনিয়র সহসভাপতি আজিজুল হক আজাদ, সহসভাপতি আশরাফুল হক আকিব, যুগ্ম সম্পাদক আবদুর রহমান ফারসি, আন্তর্জাতিক সেবা পরিচালক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ সাজিদ বিন দিদার, চিফ সার্জেন্ট-এট-আর্মস মো. মুহিতুল হাসিব, ক্লাব সেবা পরিচালক আবরার ইবনে নোমান মাহি, কমিউনিটি সেবা পরিচালক মো. নাজমুল হক হৃদয়, প্রফেশনাল সেবা পরিচালক মোহাম্মদ রাকিব, আইসিটি সেবা পরিচালক মো. রাশেদুল হায়দার রাফি, সম্পাদক ফাতিমা সুলতানা ও অর্থ পরিচালক ত্রিনা পালিত।

Read Entire Article