চট্টগ্রামসহ ৫ পাহাড়ি জেলায় ভূমিধসের সতর্কবার্তা

3 months ago 17

দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অতি ভারী বর্ষণজনিত কারণে ৫ পাহাড়ি জেলায় ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও জানায় সংস্থাটি।

সোমবার (২৬ মে) আবহাওয়া অফিস থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাজনিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

সোমবার সন্ধ্যায় আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, আগামীকাল মঙ্গলবার সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলে বৃষ্টিপাত বেশি হবে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিবে কি না সেটা বলার সম্ভাবনা কম।

আরএএস/এমআইএইচএস/এএসএম

Read Entire Article