চট্টগ্রামে অগ্নিদগ্ধদের শ্বাসনালি পুড়ে গেছে, ৪ জনকে পাঠানো হলো ঢাকায়
চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া সীমানায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া দগ্ধ অপর ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধ সবারই শ্বাসনালি পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দগ্ধ ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে সকালে চরতি ইউনিয়নের ইউনুস মার্কেটে অবৈধভাবে গ্যাস ক্রস ফিলিং করতে গিয়ে গুদামে সিলিন্ডার বিস্ফোরণ হয়।
এ ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হন। পরবর্তীতে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দগ্ধরা হলেন— গুদাম মালিক মাহবুবুর রহমান, দোকানের শ্রমিক সৌরভ রহমান, কফিল উদ্দিন, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আকিব, মো. হারুন রশিদ, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ লিটন ও ছালেহ আহমদ।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন কালবেলাকে বলেন, অগ্নিদগ্ধ ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এদের সবার শ্বাসনালি পুড়ে গেছে। ৪ জনকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকিদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।