চট্টগ্রামে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারে ফল ব্যবসায়ীদের আলটিমেটাম

2 hours ago 1

ফলজাতীয় পণ্যের অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে ফল আমদানিকারক, আড়তদার, পাইকারি বিক্রেতারা। মানববন্ধন থেকে ফলজাতীয় পণ্যের অতিরিক্ত রাজস্ব প্রত্যাহারে এক সপ্তাহের আলটিমেটাম দেন ব্যবসায়ীরা।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম রেলওয়ে ফলমন্ডির সামনে এ মানববন্ধনের আয়োজন করে চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতি। মানববন্ধনে সমিতির নেতারা ছাড়াও কয়েকশ ব্যবসায়ী অংশ নেন।

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতির সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, গত ৯ জানুয়ারি বিভিন্ন ধরনের ফলের ওপর অতিরিক্ত এসডি, টিটিআই ১৭ দশমিক ৪০ শতাংশ বাড়িয়ে এসআরও জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ডলার সংকটসহ বিভিন্ন বাধার কারণে আগে থেকেই ফল ব্যবসায়ীরা ক্ষতির শিকার হয়ে আসছিলেন।

এরমধ্যে ফল পণ্যে অতিরিক্ত ভ্যাট, এসডি ও টিটিআই বসানোর কারণে ব্যবসায়ে ধস নামবে। অন্তর্বর্তী সরকার এবং এনবিআর আগামী এক সপ্তাহের মধ্যে এ অতিরিক্ত শুল্ক এসডি, টিটিআই প্রত্যাহার না করলে এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া হবে। প্রয়োজনে সারাদেশের ফল আমদানিকারক ও ব্যবসায়ীদের নিয়ে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দর থেকে আমদানি করা ফল এবং পণ্য খালাস করা বন্ধ দেওয়া হবে।

এমডিআইএইচ/এমএএইচ/জিকেএস

Read Entire Article