চট্টগ্রামে অন্তহীন দুর্ভোগে নাগরিক জীবন

6 days ago 6
চট্টগ্রাম সিটি করপোরেশন। এই সিটিতে অন্তহীন দুর্ভোগ মাড়িয়েই চলছে নাগরিক জীবন। বছরজুড়েই থাকে যানজট। বর্ষা মানেই জলাবদ্ধতা। বর্জ্য ব্যবস্থাপনায় নেই শৃঙ্খলা। বেদখল হয়ে আছে ফুটপাত। পাবলিক টয়লেটের তীব্র সংকট। খেলাধুলার জন্য নেই খোলা জায়গা। খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা। খাল-নালা-নর্দমা যেন বর্জ্যরে ভাগাড়। সংকট গণপরিবহনেও। সেবা সংস্থার মধ্যে নেই সমন্বয়। চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফোরামের সমন্বয়ক খোরশেদ আলম বলেন, নগরবাসী কর দেন; কিন্তু কাক্সিক্ষত সুবিধা পান না। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরে অনেক সমস্যা আছে। আমি সম্প্রতি দায়িত্ব নিয়েছি। আস্তে আস্তে সব দিকে পরিবর্তনের চেষ্টা করছি। চট্টগ্রাম
Read Entire Article