চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ২

1 month ago 17

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

তারা হলেন, গোমদণ্ডী পৌরসভার আব্দুল মোতালেবের ছেলে মো. আরাফাত (৩২) ও জসিম উদ্দিনের ছেলে মহিউদ্দিন হামিম (১৮)। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও ২৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বদু হাজী বাড়িতে এ অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল।

কমান্ডার মেজর রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অবৈধ দেশীয় পিস্তল এবং ২৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এমডিআইএইচ/এসআইটি/এমএস

Read Entire Article