চট্টগ্রামে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- খোরশেদ আলম চৌধুরী ও মো. কপিল উদ্দিন। এর মধ্যে খোরশেদ আলম চৌধুরী লোহাগাড়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান এবং লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি সদর জমিদার পাড়ার মৃত বেলায়েত হোসেন চৌধুরীর ছেলে। অন্যদিকে কপিল উদ্দিন বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং শাকপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানিয়েছে, আজ বিকেল ৩টায় লোহাগাড়ার সদর জমিদার পাড়া থেকে খোরশেদ আলমকে এবং ভোরে বোয়ালখালীর শাকপুরা ইউনিয়ন এলাকা থেকে কপিল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত ঘটনায় তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
অন্যদিকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাকপুরা এলাকা থেকে কপিল মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমডিআইএইচ/ইএ/এমএস